It is now

Sunday, June 23, 2013

শবেবরাতে করনীয় ও বর্জনীয়/ শবেবরাত একটি মহিমাময় রজনী





শাবনের চৌদ্দ তারিখ দিবাগত এবং ১৫ই শাবানের পূর্বের রাতকে বলে লাইলাতুল বরাত বা শবে বরাত। অর্থাৎ নাজাতের রাত। ‘শব’ অর্থ রাত ‘বারাআতুন’ অর্থ নাজাত-নিস্কিৃতি। তাই এই রাতের নাম ‘লাইলাতুল বারাআত’ বা ‘শবে বারাআত’। সংক্ষেপে ‘শবে-বরাত।’