It is now

Sunday, July 21, 2013

’মানবাধিকার এবং শরনার্থী’ শীর্ষক দুটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ELCOP




Prof.Dr.Shah Alam, Chairman of LC Bangladesh conducting the training
এম্পাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপল (ELCOP) কর্তৃক ১৯ ও ২০ জুলাই ২০১৩ রোজ শুক্র ও শনিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (NAEM) এর একাডেমিক ভবনে UNHCR এর আর্থিক সহায়তায় বিভিন্ন পেশাজীবদের জন্য “মানবাধিকার এবং শরনার্থী” শীর্ষক দুই দিনে দুটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Wednesday, July 10, 2013

রোজা ও স্বল্প আহারেই দেহ-মন সুস্থ/ রোজা দেহ ও মনের সুস্থতার নিয়ামক


 









 হুযুরে পাক (সাঃ) বলেচেন, ‘অল্প হাস্য এবং অল্প আহার করে হৃদয়কে সজীব কর এবং ক্ষুধা দ্বারা তাকে পবিত্র কর। যে ব্যক্তি উদরকে ক্ষুধিত রাখে, তার চিন্তাশক্তি বৃদ্ধি হয় এবং হৃদয় প্রখর ও সতেজ হয়।’