It is now

Monday, August 19, 2013

সূক্ষ ভাবে প্রতারিত হচ্ছেন সাধারন ক্রেতারা . মিষ্টির দাম =কাগজের প্যাকেটের দাম



সন্মানিত পাঠকগন, একটু লক্ষ্য করুন, মিষ্টির দোকানে কাগজের যে প্যাকেটে করে মিষ্টি বিক্রি করে সেই প্যাকেটের দামও মিষ্টির দামের সমান। অর্থাৎ,
মিষ্টির দাম =কাগজের প্যাকেটের দাম।


যখন মিষ্টির দাম ১৮০টাকা কেজি, তখন কাগজের প্যাকেটের কেজিও ১৮০ টাকা।
যখন মিষ্টির দাম ২২০ টাকা কেজি, তখন কাগজের প্যাকেটের কেজিও ২২০ টাকা।
যখন মিষ্টির দাম ৩২০ টাকা কেজি, তখন কাগজের প্যাকেটের কেজিও ৩২০ টাকা।
যখন মিষ্টির দাম ৪০০ টাকা কেজি, তখন কাগজের প্যাকেটের কেজিও ৪০০টাকা।
যখন মিষ্টির দাম ৫০০ টাকা কেজি, তখন কাগজের প্যাকেটের কেজিও ৫০০ টাকা।

সন্মানিত পাঠকগন, বুঝতেই পারছেন- কিভাবে করে একই কাগজের প্যাকেট ১৮০টাকা কেজিতেও বিক্রি হচ্ছে আবার ৫০০টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। মিষ্টির দাম বাড়ছে, কাগজের প্যাকেটের দামও বাড়ছে। আর খুব সূক্ষ ভাবে প্রতারিত হচ্ছেন সাধারন ক্রেতারা।

হক সুইটস আর বনফুলের বিক্রেতাদের জিজ্ঞেস করেছিলাম, ’ভাই, কি ব্যপার, আপনারা মিষ্টির  

দাম আর কাগজের প্যাকেটের দাম সমান নিচ্ছেন। এটা কি ঠিক?’

বনফুলের বিক্রেতারা বলল,’ এত কিছু বুঝিনা। আমাদের যেভাবে বলা হয়েছে, আমরা সেভাবেই মেপে দিছি।’
 আর হক সুইটস এর বিক্রেতারা বলল, ’আপা আমরা বছরের পর বছর এভাবেই মিষ্টি বিক্রি করে আসছি। আপনার পূর্বে কেউই কখনও এরূপ অভিযোগ করেনি।’

- সত্যি দারুন ব্যার্পা। আমার দেশের মিস্টির ক্রেতারা এতই সম্পদশালী যে, মিস্টি ও কাগজের প্যাকেট একই দামে কিনছেন, কিন্তু কোন অভিযোগ করছেন না। কিংবা এতই ব্যাস্ত যে, অভিযোগ করার সময় কোথায়?

আমার একটি ছোট্ট পরামর্শ:
প্রথমে প্যাকেটের ওজন মাপা হোক, পরে মিষ্টি মাপার সময় ঐটুকু মিষ্টি ব্যাল্যান্স করে নিলেই হলো।
সন্মানিত ক্রেতারা, প্যাকেটের মূল্য বাবদ আলাদা ১০/২০টাকা দিয়ে দিতে পারেন। তারপর
মিষ্টির ওজন ঠিক ভাবে মেপে নেবেন। লক্ষ্য রাখবেন, ১ কেজি মিষ্টি যেন ১ কেজিই হয়।

আর ি দোকানের সন্মানিত মালিকগনের দৃষ্টি আকর্ষন করছি,
আপনারা দয়া করে আপনাদের কর্মচারীদের বলে দেবেন যেন মিষ্টির দামে আর কাগজের প্যাকেট বিক্রি না করে। তাহলে আপনাদের জন্য কেয়ামতের মাঠেও হিসেব দেয়া সহজ হবে।
- আসুন আমরা সবাই মিলে বুদ্ধিমান হই, ঠিক কাজটি করি। মিষ্টির দামে কাগজের প্যাকেট না কিনি, না বিক্রি করি।
--------------------------------

By Khandaker Nazneen Sultana
Journalist

No comments:

Post a Comment