It is now

Tuesday, May 13, 2014

নির্ঘুমা রাতের স্বপ্ন



Avwg‡Zv bB,
‡Mvjvc, eKzj wKsev nvmbv‡nbv|
nq‡Zv- c‡_i av‡i dz‡U LvKv-‡Kvb Nvm dzj|
Zey †Kb gy» †Pv‡L ZvKvI
‡n cw_K!

অভিলাস -------

আমার ভীষন ইচ্ছে করে,
    প্রজাপতি হই।
ফুল-পাখি আর নদীর সনে
    মনের কথা কই।


পাখি যখন উড়ে বেড়ায়,
আমিও তখন উড়ি।
ঘুড়ি হয়ে আকাশ নীলে,
    রংধনু রং ধরি।

Sunday, May 4, 2014

Please read this... Not joking.



Please read this... Not joking.
.. Allah has seen you struggling with something. Allah says its over. A blessing is coming your way. If you believe in Allah send this message & please don't ignore it, you are being tested, Allah is going to fix two things (BIG) tonight in your favour.
If you believe in Allah Drop everything & pass it on. Tomorrow will be the best day of your life... Dont break this chain send this to 14 friends in 10min Dnt open if ur not a muslim This is a true story; A very sick woman dreamt that Mohammed rasullulah (SAW) gave her water to drink.

Saturday, May 3, 2014

দৃশ্য -১: রাফির নাচ, কৈ মাছ


 পথ ভুলে এক বনের পথিক,
নাইতে নেমেছে।

মাছরাঙাটা ডুব সাঁতারে,
    গাইতে ধরেছে।

রুপান্তর




রাত ঘুম ঘুম পরীর চোখে
  পাতাল পুরীর স্বপ্ন।
পাখা দুটি খুলে রেখে,
    সাঁতার কাটায় মগ্ন।


শধুই তোমার জন্যে



তোমায় কিছু দেবো বলে,
    চায় যে আমার মন।
নাইবা তোমার বিন্দু লাভে,
    থাকলো প্রয়োজন।