তোমায় কিছু দেবো বলে,
চায় যে আমার মন।
নাইবা তোমার বিন্দু লাভে,
থাকলো প্রয়োজন।
গোলাপ কলি দিলেম তোমায়,
জল দিয়ে তা রেখো।
ফুটবে ফুল, ছড়বে সুবাস,
বন্ধ চোখে দেখো।বকুল ফুলের মালা নেবে?
বুক পকেটের ছায়,
গন্ধ তোমার নাকে-মুখে,
মাখবে কিছু গায়।
প্রিয়’র বুকের মধ্যিখানে,
প্রিয়ার হল বাস।
তাইতে বুঝি বন্ধ হলো,
সকল দীর্ঘশ্বাস।
-----------------
নাজনীন পায়েল
০১-০৫-২০১৪
No comments:
Post a Comment