It is now

Saturday, May 3, 2014

দৃশ্য -১: রাফির নাচ, কৈ মাছ


 পথ ভুলে এক বনের পথিক,
নাইতে নেমেছে।

মাছরাঙাটা ডুব সাঁতারে,
    গাইতে ধরেছে।

কে দেখেছে, কে দেখেছে,
    হাতি দেখেছে।

হাতির শুঁড়ে পানি ছিল,
    ছুঁড়ে মেরেছে।

আটকে কাদায়, কৈ মাছটি,

বাঁচাও বাঁচাও - বলে।
মুরগী দেখে দু’ঠোটেতে,
    টেনে তারে তোলে।

ছোট্ট রাফি, কৈ টি পেয়ে,
    তাধিন তাধিন নাচ    ।
মুরগী চোরা বলছে ভয়ে,
    পালিয়ে এবার বাঁচ।
--------------------
 

নাজনীন পায়েল
০৩-০৫-২০১৪
সকাল: ১০:১৭ মি.
বই:টক-ঝাল-মিষ্টি

No comments:

Post a Comment