রুপান্তর
রাত ঘুম ঘুম পরীর চোখে
পাতাল পুরীর স্বপ্ন।
পাখা দুটি খুলে রেখে,
সাঁতার কাটায় মগ্ন।
উঁই পোকাতে পাখা খেয়ে,
প্রজাপতির সাজ।
জলে-ভেজা পরীর চোখে,
কান্না ভরা লাজ।
পাখ-হারানো পরীর কষ্ট
মাছ কুমারের সয়না।
লেজ খসিয়ে গড়িয়ে দেয়,
পরী রানীর গয়না (বসনা)।
-----------------------নাজনীন পায়েল
০২-০৫-২০১৪
রাত: ১১:৫২ মি.
No comments:
Post a Comment