Sunday, March 31, 2013
Wednesday, March 27, 2013
Saturday, March 23, 2013
Enayet elected president, Shahjahan seceraty of DSEC
Enayet Eerdous of The News Today and Md Shahjajan
Mian of The Daily Samokal have been elected president and general secretary of
Dhaka Sub-Editors Council (DSEC) respectively.
Other elected office bearers of the association are
Vice-President Noman Salman (Destiny), Joint Secretary Tanjimul Nayon( Kaler
Kontho), Treasurer Jobaer Ahmed Nabin( Manob Kontha), Organising Secretary
Sanjida Sultana, Publicity Secretary Khandaker Najneen Sultana( The new Age),
Office Secretary ATM Atikur Rahman, Sports and Cultural Secretary Ekramul Islam
Biplob and Training and Research Secretary Masud Rumi.
Sunday, March 17, 2013
Friday, March 15, 2013
Wednesday, March 6, 2013
৫. নারীর স্বার্থ সংরক্ষণে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) / ইসলামে নারীর অধিকার
বইয়ের নামঃ ফী ত্বলাবুল জান্নাত (জান্নাতের খোঁজে)
লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা
৫. নারীর স্বার্থ সংরক্ষণে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)
/ ইসলামে নারীর অধিকার
ইসলাম পূর্ব জাহেলী যুগে নারীদেরকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট জীবের ন্যায় মূল্যায়ন করা হতো। নারী যেন গৃহস্থালী আসবাবপত্র। অন্যান্য পন্যদ্রব্যের মতো নারীদেরও ক্রয় বিক্রয় করা হতো। বিয়ে-সাদীতে নারীর কোন মতামত গ্রহণ করা হতো না। আতœীয়-স্বজনের সম্পত্তিতে নারীদের কোন অধিকার ছিল না। ক্ষেত্র বিশেষে নারীরা স্বয়ংই মীরাসের মালের ন্যায় বন্টিত হতো। ধর্ম-কর্ম বা ইবাদত উপাসনায়ও নারীদের ডাকা হতো না। ভাবা হতো নারীদের বেহেশতে যাবার কোন যোগ্যতাই নাই। অন্ধকার যুগে নারীদের প্রতি পুরুষরা এতই নির্মম, নিষ্ঠুর ও নির্দয় ছিল যে, মেয়েদেরকে জ্যান্ত কবরও দেয়া হতো।
লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা
৫. নারীর স্বার্থ সংরক্ষণে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)
/ ইসলামে নারীর অধিকার
ইসলাম পূর্ব জাহেলী যুগে নারীদেরকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট জীবের ন্যায় মূল্যায়ন করা হতো। নারী যেন গৃহস্থালী আসবাবপত্র। অন্যান্য পন্যদ্রব্যের মতো নারীদেরও ক্রয় বিক্রয় করা হতো। বিয়ে-সাদীতে নারীর কোন মতামত গ্রহণ করা হতো না। আতœীয়-স্বজনের সম্পত্তিতে নারীদের কোন অধিকার ছিল না। ক্ষেত্র বিশেষে নারীরা স্বয়ংই মীরাসের মালের ন্যায় বন্টিত হতো। ধর্ম-কর্ম বা ইবাদত উপাসনায়ও নারীদের ডাকা হতো না। ভাবা হতো নারীদের বেহেশতে যাবার কোন যোগ্যতাই নাই। অন্ধকার যুগে নারীদের প্রতি পুরুষরা এতই নির্মম, নিষ্ঠুর ও নির্দয় ছিল যে, মেয়েদেরকে জ্যান্ত কবরও দেয়া হতো।
৪. কোরবানীর গুরুত্ব ও জরুরী মাসায়িল
৪. কোরবানীর গুরুত্ব ও জরুরী মাসায়িল
লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা
ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো ‘কোরবানী’। নামায, রোযার ন্যায় কোরবানীও পূর্ববর্তী নবীদের জন্য অবশ্য করনীয় ছিল। উম্মতে মুহাম্মদীর উপরও কোরবানী ওয়াজিব। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, ‘ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে কোরবানীই সর্বাপেক্ষা প্রিয় ও বড় ইবাদত।’
লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা
ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো ‘কোরবানী’। নামায, রোযার ন্যায় কোরবানীও পূর্ববর্তী নবীদের জন্য অবশ্য করনীয় ছিল। উম্মতে মুহাম্মদীর উপরও কোরবানী ওয়াজিব। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, ‘ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে কোরবানীই সর্বাপেক্ষা প্রিয় ও বড় ইবাদত।’
Tuesday, March 5, 2013
২. এইডস প্রতিরোধে ইসলামের ভূমিকা
২. এইডস প্রতিরোধে ইসলামের ভূমিকা
বর্তমান বিশ্বের অন্যতম নিরাময়হীন রোগ হচ্ছে এইডস । এটি এইচ,আই,ভি নামক ভাইরাস বাহিত একটি প্রাণঘাতী রোগ। এই ভাইরাস মানব দেহে প্রবেশ করলে ঐ ব্যক্তির রোগ প্রতিরোধকারী কোষসমূহকে ধীরে ধীরে ধংস করে ফেলে এবং নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। ভাইরাসটি মানব দেহে ঢোকার পর রোগের লক্ষণ প্রকাশ পেতে ক্ষেত্র বিশেষে ৮, ১০ কিংবা ২০ বছরও সময় লেগে যেতে পারে। মানব সভ্যতার জন্য এইডস মারাত্মক হুমকিস্বরূপ।
১. রোজা ও স্বল্প আহারেই দেহ-মন সুস্থ/ রোজা দেহ ও মনের সুস্থতার নিয়ামক
বইয়ের নামঃ ফী ত্বলাবুল জান্নাত (জান্নাতের খোঁজে)
লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা
১. রোজা ও স্বল্প আহারেই দেহ-মন সুস্থ/ রোজা দেহ ও মনের সুস্থতার নিয়ামক
হুযুরে পাক (সাঃ) বলেচেন, ‘অল্প হাস্য এবং অল্প আহার করে হৃদয়কে সজীব কর এবং ক্ষুধা দ্বারা তাকে পবিত্র কর। যে ব্যক্তি উদরকে ক্ষুধিত রাখে, তার চিন্তাশক্তি বৃদ্ধি হয় এবং হৃদয় প্রখর ও সতেজ হয়।’
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, হুযুরে পাক (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি পরিতৃপ্ত আহার করে এবং নিদ্রা যায়, তার হৃদয় কঠিন হয়। প্রত্যেক বস্তুরই যাকাত আছে। শরীরের যাকাত হলো ক্ষুধা।”
হুযুরে পাক (সাঃ) আরো এরশাদ করেছেন, “ক্ষুধা এবং তৃষ্ণা দ্বারা তোমরা তোমাদের প্রবৃত্তির সাথে লড়াই কর। কেননা তার মধ্যে পূন্য রয়েছে।”
বিখ্যাত মুসলিম চিকিৎসাবিদ ইবনে সীনা তাঁর রোগীদেরকে তিন সপ্তাহ রোযা থাকার নির্দেশ দিতেন। রোগ নিরাময়ের যতগুলো প্রতিরোধক ও প্রতিকার আছে, রোযা তম্মধ্যে সবচেয়ে বেশী কার্যকর ও ফলপ্রসু। সারা বছর অধিক ভোজনের ফলে দেহে যে জৈববিষ বা টক্্িরন জমা হয়, তা স্নায়ু এবং অপরাপর জীবকোষগুলোকে দূর্বল করে দেয়। রোযার মাধ্যমেই ঐ সব জৈববিষ সমূহ দূরীভূত করা সহজ হয়।
চিকিৎসাবিদগণ বলেছেনÑ যখনই একবেলা খাবার বন্ধ থাকে, তখনই দেহ সেই মুহুর্তটিকে রোগ মুক্তির সাধনায় নিয়োজিত করে।
Monday, March 4, 2013
৩. সংসার সাজাতে স্বামী ও স্ত্রীর ভূমিকা- ইসলামের আলোকে
বইয়ের নামঃ ফী ত্বলাবুল জান্নাত (জান্নাতের খোঁজে)
লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা
৩. সংসার সাজাতে স্বামী ও স্ত্রীর ভূমিকা- ইসলামের আলোকে
বিয়ের মাধ্যমেই একটি ছেলে ও মেয়ের সাংসারিক বন্ধনের সূত্রপাত। বিয়ের ক্ষেত্রে ছেলেরা মেয়েদের হরেক রকম গুনের খোঁজ করে। ভাবে রুপে ক্লিওপেট্রা, গুনে লক্ষ্মী, বিদ্যার স্বরস্বতী- এমন কনে যদি পাই, তবেই বিয়ে করি। তাকি আর সম্ভব?
লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা
৩. সংসার সাজাতে স্বামী ও স্ত্রীর ভূমিকা- ইসলামের আলোকে
বিয়ের মাধ্যমেই একটি ছেলে ও মেয়ের সাংসারিক বন্ধনের সূত্রপাত। বিয়ের ক্ষেত্রে ছেলেরা মেয়েদের হরেক রকম গুনের খোঁজ করে। ভাবে রুপে ক্লিওপেট্রা, গুনে লক্ষ্মী, বিদ্যার স্বরস্বতী- এমন কনে যদি পাই, তবেই বিয়ে করি। তাকি আর সম্ভব?
Subscribe to:
Posts (Atom)