ভূতের সাথে প্রেম করিস তুই
ভূতের সাথে গোস্যা।
ভূতের সাথে লুকোচুরী,
ভূতরে শোনাস কিস্যা।
ভূতের সাথে মিশলে বেশী
তুইও হবি ভূত।
ভূত-ভূতালী করলে বিয়ে,
হবে ভূতের পুত।
আমরা তখন ঘুরতে যাবো,
তোদের ভূতের বাড়ি।
মিলে-মিশে এক হবো সব,
থাকবে নাকো আড়ি।
পিঠে-পায়েশ নিয়ে যাবো,
আর কি নেব বল।
ভূতের বাবু হাসবে সুখে,
হাসবে খল খল।
-----------------------------------
নাজনীন পায়েল
১৯-০৩-১৩
দূপুর: ১২:৩০
nice...........
ReplyDeleteকোরান শরীফে নাকি স্ত্রী ছাড়াও দাসী/প্রেমিকা(ডান হস্তের অধীনস্ত)দের সাথে শারীরিক সম্পর্ক অনুমোদন করা হয়েছে। এসম্পর্কে আপনার কোন লেখা পেতে পারি ?
ReplyDelete