It is now

Friday, March 15, 2013

বলছে এবার চুপ







বলছে এবার চুপ
 -------------

কুড়িয়ে নেই- শিউলি, বকুল,
    গাঁধবো মালা বলে।
একলা বসে, ভাবছি মনে,
                             হঠাৎ হাওয়া এলে,


ফুলগুলো সব মালা হয়ে,

    জড়ালো মোর গায়।
ভালোবাসার আলিঙ্গনে
    লুকিয়ে থাকা দায়।

                           শূন্য আকাশ, তারাগুলো

    মেঘের মাঝে ডুব।
পাখিরা সব কানে কানে
    বলছে এবার চুপ।
-------------------



নাজনীন পায়েল
১৫-০৩-১৩
ভোর: ৫:০০

No comments:

Post a Comment