It is now 10:35 AM 4/7/2025

Sunday, March 17, 2013

কাঁদতে সবার মানা

কাঁদতে সবার মানা



সাদা কালো মেঘের পরে
জলপরীদের মেলা,
অসীম আকাশ জুড়ে আছে
মেঘ-বৃষ্টির খেলা।












দলছুট এক ছোট্ট পাখি
নাইতে যেয়ে হায়,
কাদা মেখে আটকে পড়ে
তারকাটারই গায়।

 









ওশিন মনি বলছে হেসে
‘ভয় পেও না ছানা,
রাঙা আমার সোনার দেশে

কাঁদতে সবার মানা। 









 তোমায় আমি পৌঁছে দেবো
পাখ-পাখালীর দেশে,
সঙ্গে যাবে খোকা-খুকু
তোমায় ভালোবেসে’।
--------------

নাজনীন পায়েল/09-06-2001

No comments:

Post a Comment