It is now

Wednesday, March 27, 2013

৬. আত্মভোলা হয়ে






 












সদ্য ফোটা গোলাপ কলি,
    পড়লো চরণে।
আমি চমকে তাকালাম,
    দৃষ্টি হারালাম।


যে দেবতার স্মরণ করি,
    মনে মনে, ক্ষণে ক্ষণে।
সে দেবতার মাল্যখানি,
    আজি-আমার চরণে।

এ আমার,
কি হলো আজ,কোথায় লুকাই,
    ধরা পড়ার ভয়ে।
লাজুক পায়ে, থমকে দাঁড়াই,
    আত্মভোলা হয়ে।
-----------------------



নাজনীন পায়েল
২৬-০৩-১৩
রাত: ০১:১০




No comments:

Post a Comment