
কোথা হতে আচমকা
হঠাৎ তুমি আসি,
শান্ত স্বরে, মধুর সুরে
বললে ভালোবাসি।
দূ:খের মাঝেও, হেসে হেসে
মিষ্টি কথা কও।
কষ্টগুলো ভুলিয়ে তব,
নিরুদ্দেশে রও।
আমার বাড়ির পাশেই যে,
প্রিয় তোমার বাস।
না দেখাতেই বছর ফুরায়,
কাটছে বারোমাস।
--------------------

তোমার সনে আড়ি আমার,
করবো না আর রব।
স্বপ্নগুলো ঘুম পাড়িয়ে,
থাকবো ভুলে সব।
------------------
নাজনীন পায়েল
১৬-০৩-১৩ রাত: ০১:০০
No comments:
Post a Comment