ব্যাক্তি প্রচন্ড ঘৃনাভরে ফেললো
একদলা থুতু।
কীতের সকালে, মুক্তো ভেবে
ভ্রম হলো -এক শিল্পীর।
শিল্পী মুক্তোর ছবি এঁকে চললো
তার ক্যানভাসে।
গভীর যতœ আর শ্রমে,
মুক্তোর অপরূপ সৌন্দর্য্য
ফুটে উঠলো শিল্পীর ছবিতে।
বেলা গড়িয়ে দূপুর হলো,
একনিষ্ঠ শিল্পী, তার রঙ তুলিতে এবারে
মুক্তোর ঘনিভূত ভাব তুলে ধরলো।
ক্রমে বিকেল হলো,
এবার ফিনিসিং এর পালা।
শিল্পীর চোখে অবাক বিস্ময়,
মুক্তো কোথায়?
ঘৃনার চিহৃটুকু-শুকালো তাপে।
মুক্তোর যে কোন অস্তিত্বই ছিল না,
শিল্পী কখনই বুঝতে পারলো না।
অপ্রিয় সত্যিটি -
শিল্পীর আর জানা হলো না।
সৃষ্ঠির উল্লাসে উল্লসিত,
সৌন্দর্য প্রিয় - শিল্পীর মনে,
শুধু অতৃপ্ত বাসনা -
শুধুই বাসনার মিছে আকাঙ্খা-
শেষ রঙটুকু বুঝি-লাগানো হলো না!
---------------------------
নাজনীন পায়েল
২৭-০৩-১৩
রাত: ০১:২০
No comments:
Post a Comment