এলেবেলে-১
-------------
শীতের রাতে বইছে আজি
ঠান্ডা বাতাস কন্ কন্,
কাজী বাড়ির দামড়া ছেলে
কাজে বেজায় ঠন্ ঠন্।
হেমন্তের ঐ পাকা ধানে
রং ধরেছে যেই,
কৃষক ভায়া আনন্দেতে
হারিয়েছে খেই।
বৃষ্টি পড়ে খালের ওপর
টুপুর টুপুর টুপ,
ভিজে ভিজে মুরগিগুলো
একেবারে চুপ।
নদী-ভাঙ্গা গ্রামের বাড়ী,
ডাকতো সবাই মিতা।
নাম পেয়েছে ম্যাডাম জুলি,
মিতা এখন পতিতা।
কাঠুরানীর শখ হলো আজ
সুন্দরী সে হবে,
অবাক হয়ে দেখবে তারে
পাড়া পড়শি সবে।
বনবাদারে চুরি করে
কাঠবেড়ালীর দল,
দোয়েল-শ্যামা গাছের পরে
হাসছে খল খল।
কোটবাড়ির ঐ বনকুটিরে
বনভোজন খেলা,
বেড়াল মাসী, ময়না-টিয়ে
পশুপাখির মেলা।
সাদা কালো মেঘের পরে
জলপরীদের মেলা,
অসীম আকাশ জুড়ে আছে
মেঘ-বৃষ্টির খেলা।
যখন ভীষণ দুঃখ-কষ্টে
রক্ত-মাংস সব নীল।
স্বপ্ন ঘোরে ডুব মেরে,
বাসা বাঁধি স্বপ্নীল।
আমার লক্ষি রাজা আছে
ঘন কালো চুল।
হাসলে রূপার দাঁত মোবারক
হাসনাহেনা ফুল।
আমি যে আর আমি নেই,
এখন আমি ছায়া।
হাত বাড়িয়ে ছুঁতে গেলে,
দেখবে সবই মায়া।