It is now

Wednesday, May 8, 2013

নিঃশ্চুপ প্রস্থান


যখন ভীষণ দুঃখ-কষ্টে
    রক্ত-মাংস সব নীল।
স্বপ্ন ঘোরে ডুব মেরে,
    বাসা বাঁধি স্বপ্নীল।
 









সত্য-মিথ্যার বেড়াজালে,
    বন্ধ হলে নিঃশ্বাস ।
নোংরা-কুৎসিৎ আচরণে
    ভাঙ্গে যখন বিশ্বাস।
 

অপরূপ রূপ, মনটা কুৎসিৎ
    ঘৃনায় আসে বমী।
নিঃশব্দে,নীরবে, নিঃশ্চুপ প্রস্থান
    বাঁচাও হে অর্ন্তযামী।
---------------------




নাজনীন পায়েল
০৮-০৫-১৩
সকাল: ৯:০০

No comments:

Post a Comment