টুপুর টুপুর টুপ
বৃষ্টি পড়ে খালের ওপর
টুপুর টুপুর টুপ,
ভিজে ভিজে মুরগিগুলো
একেবারে চুপ।
লেজটি ওপর করে বাছুর
দেয় সে এক লাফ,
ঘাঁসগুলো সব এক এক করে
দীঘিতে দেয় ঝাপ।
জলের ফোটায়, শব্দ কাদায়
ছলাৎ ছলাৎ ছল,
ছুটছে দূরে, ভিজছে নেশায়
দামাল ছেলের দল।
-----------------
By Nazneen Payel, 2001
No comments:
Post a Comment