আমার লক্ষি রাজা আছে
ঘন কালো চুল।
হাসলে রূপার দাঁত মোবারক
হাসনাহেনা ফুল।
ফুলের শোভা হার মেনে যায়,
রাজার রুপের কাছে।
মধুর বয়ান শুনতে মানুষ,
ঘোরে পাছে পাছে।
প্রিয় রাজা প্রাণটি ভরে
বাসতে জানে ভালো।
কষ্ট যে সব চেপে রাখে,
মুখ করে না কালো।
রাজা আমার ধন রতœ
বিলায় গরীব মাঝে।
ছেঁড়া কাপড়, আধ পেটাতে
কাটায় গরীব সাজে।
রাজার সনে হলে দেখা,
প্রাণটি খুলে হাসি।
’রাজা তোমায় প্রানের চেয়েও
বেশী ভালোবাসি।’
----------------------
নাজনীন পায়েল
২৩-০৪-১৩
সকাল: ৯:০০
No comments:
Post a Comment