’আমি এখন ছায়া’
আমি যে আর আমি নেই,
এখন আমি ছায়া।
হাত বাড়িয়ে ছুঁতে গেলে,
দেখবে সবই মায়া।
স্বর্গ হতে দেবদূতেরা
আমায় নিতে আসে।
বলছি আমি ভীষন একা,
থেকো পাশে পাশে।
লক্ষ-কোটি ফেরেশতারা
আমার আশে-পাশে।
আদর করে কেউ না যেন,
ছোবল মারে পাছে।
----------------------------
নাজনীন পায়েল
২২-০৪-১৩
রাত: ৭:০০
No comments:
Post a Comment