It is now

Saturday, May 11, 2013

চড়াইভাতি খেলা




কোটবাড়ির ঐ বনকুটিরে
বনভোজন খেলা,
বেড়াল মাসী, ময়না-টিয়ে
পশুপাখির মেলা।


খোকা-খুকু গাইছে হেসে
রঙিন জামা গায়,
ঝুমুর ঝুমুর নাচছে ময়ূর
নুপুর পরা পায়।

রং-বেরঙের প্রজাপতি
দাওয়াত দিয়ে যায়,
রান্না শেষে সবাই মিলে
তৃপ্তি ভরে খায়।

বোশেখ মাসের ভর দুপুরে
চোখেতে নেই ঘুম,
পড়ার মাঝে চড়াইভাতি
আয়োজনের ধুম।
-----------------



By Nazneen Payel, 2001.

No comments:

Post a Comment