নীলাচল
বনবাদারে চুরি করে
কাঠবেড়ালীর দল,
দোয়েল-শ্যামা গাছের পরে
হাসছে খল খল।
পাহাড়ীয়া ঝরনা ঝরে
ছলাৎ ছলাৎ ছল,
মাছরাঙাটি শাড়ী পরে
পায়ে বাজায় মল।
নুড়ির ওপর ছোট্ট নদী
বইছে কল কল,
কচুপাতায় বৃষ্টির জল
করছে টল মল।
বাগান ভরা গাছ-গাছালী
হরেক রকম ফল,
নীল আকাশের সাঁঝের আলোয়
রঙিন নীলাচল।
---------------------
By Nazneen Payel, 2001.
No comments:
Post a Comment