এলেবেলে-১
-------------
শীতের রাতে বইছে আজি
ঠান্ডা বাতাস কন্ কন্,
কাজী বাড়ির দামড়া ছেলে
কাজে বেজায় ঠন্ ঠন্।
ক্ষুধা পেটে ছোট্ট বাবু
কাঁদছে শুধু ঘ্যান ঘ্যান,
জ্বরের জ্বালায় অন্তুমনি
করছে কেবল প্যান প্যান।
গোস্যা করে বুড়ো দাদু
চলছে বাড়ি হন্ হন্,
পাকায় পড়ে টিনের থালায়
বাজনা বাজে ঝন্ ঝন্।
এলেবেলে-২
------------
বস্ত্র বিহীন গরিব ছেলে
কাঁপছে শীতে ঠক্ ঠক্,
যক্ষা রোগে ভুগে ভুগে
কাশছে বুড়ো খক্ খক্।
চুরি করে বিড়াল মাসী
খাচ্ছে দুধ ঐ চুক্ চুক্
লেংরা চাচার শক্ত লাঠি
চলতে বাজে ঠুক্ ঠুক্।
বজ্রপাতে শার্লী মনির
বুকটা কাঁপে ধুক্ ধুক্।
কানটি পেতে শোনতো দেখি
বাজছে বুকে ধক্ ধক্।
কুঁজো বুড়ো রাত-দুপুরে
করছে শুধু বক্ বক্,
রক্তচোষার লিকলিকে লাল
জিভটা করে লক্ লক্।
এলেবেলে-৩
-----------
বেশি খেয়ে পেটুক চাচ্চুর
পেটে করে গুড় গুড়,
দুষ্ট মাছি খাবার খোঁজে
কানে ঢুকে শুড় শুড়।
সরোবরে কানায় কানায়
করছে পানি টল্ টল্,
বই নিলেই খোকাবাবু
ঢলছে ঘুমে ঢল্ ঢল্।
ভূতের গল্প শুনতে এসে
ভয়েতে গা ছম্ ছম্,
বিয়ে বাড়ির নিমন্ত্রণে
লোকজনেতে গম্ গম্।
বৃষ্টি যখন কমে আসে
শব্দ হয় দুপ্ দাপ্,
দুষ্ট ছেলে নাইতে এসে
লাফায় শুধু ঝুপ্ ঝাপ্।
কনে বিদায় করতে এসে
সবার আখি ছল্ ছল্,
টুম্পামনি ব্যথা পেয়ে
চক্ষু জলে টল্ মল্।
এলেবেলে-৪
--------------
চুপটি মেরে বসে বসে
ইঁদুর কাটে কটকট,
চুরি করে কাঠবেড়ালি
পেয়ারা খায় কুটকুট।
বদমেজাজী অংক স্যারের
মেজাজ ভারী খিটখিট,
মিটিমিটি দুটি চোখে
তাকায় কেমন পিটপিট।
গাজীবাড়ির রান্নাঘরে
মাড়ে বলকায় ঘটঘট,
এতো রাতে দরজায় কে
শব্দ করে খটখট ?
কাঁঠালের ঐ কষের আঠায়
হাত দুইটি চিটচিট,
আঁধার রাতে দূর আকাশে
তারা জ্বলে মিটমিট।
খারাপ ছাত্র পরীক্ষাতে
অস্থিরতায় ছটফট,
দাওয়াত পেয়ে বেশি খেয়ে
পেটটি করে ভটভট।
.এলেবেলে-৫
------------
আকাশ-বাতাস রাঙা হয়ে
জ্বলছে আগুন গনগনে,
উহ্-আহ্! শুধু চিৎকার
ফোড়ার ব্যথা টনটনে।
ফাগুন কালে খোলা মাঠে
বইছে হাওয়া ফুরফুরে,
খোকা-খুকু খেয়ে খুশি
ডাল ভাজা ঝুরঝুরে।
বুড়ো হলে পঁচে মাড়ি
ব্যথায় দাঁত নড়বড়ে,
বেশি তেলে ভাজা হলে
নিমকি হবে কড়কড়ে।
প্রতিদিনই ঝাড়– দিলে
আঙ্গিনা হয় তকতকে,
বৃষ্টি হলে কাঁচা রাস্তা
পানি-কাদায় থকথকে।
পায়না খুঁজে সোনার চুরি
পরিস্থিতি থমথম,
বর্ষা এলে ক্ষণে ক্ষণে
বৃষ্টি নামে ঝমঝম।
------------------
By Nazneen Payel, 2001
লেংরা চাচার শক্ত লাঠি,,,,, 'লেংরা'(?)
ReplyDeleteএকজন প্রতিবন্ধীকে কবি নিশ্চয়ই উপহাস কটালে চাইছেন না! আপনার লেখা চমৎকার। কিছু কিছু ক্ষেত্রে শব্দ প্রয়োগে আরও নমনীয় হলে পাঠকরা উপকৃত হবে।
ভাল থাকুন, সুস্থ্য থাকুন্...সারাদিন - সারাবেলা।
মুজিবুল
risebangladesh@gmail.com
লেংরা চাচার শক্ত লাঠি,,,,, 'লেংরা'(?)
ReplyDeleteএকজন প্রতিবন্ধীকে কবি নিশ্চয়ই উপহাস করতে চাইছেন না! আপনার লেখা চমৎকার। কিছু কিছু ক্ষেত্রে শব্দ প্রয়োগে আরও নমনীয় হলে পাঠকরা উপকৃত হবে।
ভাল থাকুন, সুস্থ্য থাকুন্...সারাদিন - সারাবেলা।
মুজিবুল
risebangladesh@gmail.com
Thanks a lot
Delete