It is now

Saturday, September 28, 2013

Winrock International’s Actions to Combat Trafficking-in-Persons (ACT) program




The convention, convened 23 to 25 September, was made possible with the support of USAID through the Winrock International’s Actions to Combat Trafficking-in-Persons (ACT) program and its partner NGOs -DAM, YPSA, SHISUK, SACHETAN.

Since 2008, the ACT program has been providing support to strengthen and expand services for survivors of trafficking for a more comprehensive and effective approach was made possible with the support of USAID through the Winrock International’s Actions to Combat Trafficking-in-Persons (ACT) program and its partner NGOs -DAM, YPSA, SHISUK, SACHETAN.

Wednesday, September 18, 2013

ডিএসইসি নতুন কমিটির অভিষেক ও মেধাবী সন্তানদের বৃত্তিপ্রদান


   


Nazneen Payel, Publication Secretary of Dhaka Sub-Editors Council takes crest and certificate from Information minister Hasanul Haque Inu at an award giving ceremony of DSEC at the auditorium of the National Press Club recently.
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সংগঠন সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান         অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়নে অনুষ্ঠিত হয়।    
      অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন আসাদুজ্জামান খান এমপি, কে কে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাহারুন জামান, আরবি গ্রুপের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির। 

Saturday, September 7, 2013

গল্প নয় সত্যি (আল কোরআন ও হাদীস হতে)

বইয়ের নাম-------
 

গল্প নয় সত্যি (আল কোরআন ও হাদীস হতে)

            /(নবী কাহিনী)

By----খন্দকার নাজনীন সুলতানা
        লেখক, সাংবাদিক
--------------------------------------------------------------------------
১.    প্রথম মানব হযরত আদম (আঃ)এর সৃষ্টি

  

  মহান আল্ল¬াহ তা’আলা এই পৃথিবীতে বহু সংখক নবী ও রসূল পাঠিয়েছেন। সমস্ত নবীদের মধ্যে হযরত আদম (আঃ) সর্ব প্রথম নবী। তিনি মানবজাতির আদি পিতা।
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, হযরত আদম (আঃ) এর মা বাবা কেউই ছিলেন না। তাঁকে আল্ল¬াহ তা’লা নিজ কুদরতের সাহায্যে মাটি দ্বারা সৃষ্টি করেছেন।

Tuesday, September 3, 2013

হযরত ইউসুফ (আঃ) ও জুলেখা

হযরত ইউসুফ (আঃ) এর পিতা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব (আঃ) এর স্ত্রীর পক্ষ হতে বার জন ছেলে ছিল। ইউসুফ (আঃ) ও তার ছোট ভাই বিনইয়ামীন ছিলেন একই মায়ের ওরসের। ছোটবেলাতেই হযরত ইউসুফ (আঃ), ইয়াকুব (আঃ) এর উপর নবুয়তের নূরের উজ্জ্বল আভা দেখতে পেয়েছিলেন। আবার ইউসুফ (আঃ) ও বিনইয়ামীনের মাতা তাদেরকে শিশু অবস্থায় রেখেই মারা যান। তাই ইয়াকুব (আঃ) এদের দুইভাইকে অন্যদের চেয়ে একটু বেশী আদর করতেন। তাই বড় ভাইয়েরা তাদের দুজনকেই হিংসা করতো।

হযরত আইউব (আঃ)কে কঠিন অসুখের দ্বারা আল্লাহর পরীক্ষা

হযরত আইউব (আঃ) ও হযরত ইউসুফ (আঃ) এর পরে এবং মুসা (আঃ) এর আবির্ভাবের পূর্বে হযরত আইউব (আঃ)এর এই পৃথিবীতে আগমন ঘটে। আইউব (আঃ) ছিলেন হযরত ইব্রাহীম (আঃ) এর বংশধর। হযরত ইসহাক (আঃ) এর এক পুত্র ছিল ঈসু তার অন্য নাম ছিল ‘আদুম’। আইউব (আঃ) তার বংশের একজন। তাই তাঁকে আদুমী বংশের লোক হিসাবে ধরা হয়।