It is now

Saturday, April 20, 2013

পুতুল কন্যা







শান্ত মেয়ে লবঙ্গ,
শরম ভরা অঙ্গ।
সাজেনাতো সঙ,
জানেনাতো ঠঙ।


 


ভালোবাসি তারে,
অতি চুপিসারে।
ডেকে যাই তায়,
প্রেম গভীরতায়।

ডাগর চোখের মেয়ে,
থাকে শুধু চেয়ে।

এমন মেয়ে পেয়ে,
বুকে সাহস নিয়ে,
একটু কাছে যাই,
ভয়ে ভয়ে ছুঁই।

হায়! প্রেমিক আমার কই?
অবাক হয়ে রই।
শান্ত বেশের ললনা,
এযে পুতুল কন্যা।
 

প্রেম বোঝেনা কন্যা,
মন যে আর সয় না।
-------------------

নাজনীন পায়েল/
১২-০৬-১৯৯৭


No comments:

Post a Comment