It is now

Tuesday, May 13, 2014

অভিলাস -------

আমার ভীষন ইচ্ছে করে,
    প্রজাপতি হই।
ফুল-পাখি আর নদীর সনে
    মনের কথা কই।


পাখি যখন উড়ে বেড়ায়,
আমিও তখন উড়ি।
ঘুড়ি হয়ে আকাশ নীলে,
    রংধনু রং ধরি।


ইলিশ হয়ে সাঁতার কাটি,

    পদ্ম পুকুর জলে।
ঝর্না হয়ে গড়িয়ে পড়ি,
    জল-প্রবাতের কোলে।

আমার ভীষন ইচ্ছে করে,

    হলদে পরী হই।
তেপান্তরের মাঠ পেরিয়ে,
    পাতাল পুরী লুকাই ।
 

ভোমরা রানীর সখি হয়ে,
    মৌমাছিদের সনে,
ফুলের পাখায় দুলে দুলে,
    গাইবো আপন মনে।

আলতা হয়ে গাঁয়ের বধুর,

    রাঙাবো কোমল পা।
বৃষ্টি হয়ে সাঁঝের  বেলা,
    ভেজাবো ধরার গা।

গোলাপ হয়ে প্রিয়ার খোঁপায়,
    হাসবো আমি সই।

বকুল ফুলের মালা হয়ে,
    প্রিয়’র বুকে রই॥

---------------------
নাজনীন পায়েল
০৭-০৫-২০১৪
রাত: ১২:৫১

No comments:

Post a Comment