It is now

Sunday, December 21, 2014

ঘুম-কুমারীর স্বপ্ন ---------------------------


মেঘলা আকাশ, দক্ষিন বাতাস

মৃদূ-মন্দ বয়,
ঘুম-কুমারীর স্বপ্ন দেখে--
এমন যদি হয়।

সোনার কাঠি ছুঁইয়ে দিতে,
হলুদ কুমার এসে,
ঘুমিয়ে পড়ে স্বপ্নাবেশে

ঘুম-কুমারীর দেশে।

তারারা সব মালা হয়ে,
ঘুম-কুমারীর গায়।
ভালোবাসার আলিঙ্গনে,
জেগে থাকাই দায়।


জোনাকীরা গুনগুনিয়ে,
আড়চোখেতে চায়।
মৌমাছি সব ঝাঁকে ঝাঁকে

সুর মিলিয়ে গায়।

সাদা মেঘ আজ বৃষ্টি হয়ে
ঝর ঝর ঝর ঝরে।
ইঁদুর বেড়াল বন্ধু হয়ে,
কোলাকুলি করে।


তেলাপোকা দিচ্ছে উড়াল,
পাখি হবার স্বপ্ন।
শিশির ভেজা ঘাসের ডগায়,
জ্বলছে সাদা রতœ।


রাতের বেলা দিনের আলো
দিচ্ছে ভরা চাঁদ।
জোৎস্না মেখে মাকড়শাটা
কাটছে সকল ফাঁদ।


অন্ধকার আর আলোর তফাৎ
সবাই গেছে ভুলে।
রাত বুঝি আজ নতুন সাজে,
দিন হয়ে যে এলে।
-----------------------------
নাজনীন পায়েল

No comments:

Post a Comment