It is now

Wednesday, May 15, 2013

ধানের ক্ষেতে লুকোচুরি


হেমন্তের ঐ পাকা ধানে
রং ধরেছে যেই,
কৃষক ভায়া আনন্দেতে
হারিয়েছে খেই।

 

ধানের শীষে চড়–ই বসে
খুটে খুটে খায়,
শামুক-ঝিনুক গোড়ায় এসে
উঁকি মেরে চায়।




চড়–ই পাখি ফুরুৎ ফুরুৎ
চলছে খুশির মেলা,
পাখির ভারে ঝুকছে ডগা
বিরাম-বিহীন খেলা।

দক্ষিন বাতাস ক্ষণে ক্ষণে,
দোলা দিয়ে যায়,
ছোট্ট ফড়িং ডগার ফাঁকে
আকাশ পানে চায়।
রৌদ্র ছায়ায় লুকোচুরি
সকাল সন্ধ্যা চলে,
ঘাসফড়িং আর প্রজাপতি
মনের কথা বলে।
----------------

By Nazneen Payel, 2001







No comments:

Post a Comment