It is now

Sunday, May 12, 2013

সেটাই ভালো তবে


কাঠুরানীর শখ হলো আজ
সুন্দরী সে হবে,
অবাক হয়ে দেখবে তারে
পাড়া পড়শি সবে।


 



সূর্যস্নানে সত্যি তবে
সুন্দরী সে হয়,
‘রূপে তারি মুক্তো ঝরে’
যে দেখে সে কয়।

কপোল পরে স্নিগ্ধ আভা
গোলাপী রং গায়,
তনু বেয়ে হীরের চমক
রেশম কোমল পায়।

নদীর মতো ছন্দ তুলে
ঘুরে বেড়ায় বধু,
মুগ্ধ চোখে পাগল পারা
ডাকাত সর্দার মধু।

দ্রুত অনেক ডাকাত এসে
সুন্দরীকে ধরে,
ডাকাতপালের একই কথা
নেব বন্ধি করে।

কাঠুরানী ভয় পেয়ে যায়
ডাকে ‘সূর্য ভাই,
রূপ তুমি সব নিয়ে যাও
রূপের দরকার নাই’।

সূর্য বলে ‘কাঠুরী বৌ,
যা বল তাই হবে,
যে যেমনি আছি আমরা
সেটাই ভালো তবে’।
-----------------------


By Nazneen Payel, 2001.

2 comments: