It is now

Wednesday, August 7, 2013

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ইফতার মাহফিল অনুষ্ঠিত


ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) আয়োজনে ইফতার মাহফিল গত বুধবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনায়েত ফেরদৌস। প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১১ আসনের এমপি আসাদুজ্জামান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজে (একাংশ) সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ, বিএফইউজে (একাংশ) মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি ওমর ফারুক, ডিএসইসি’র সাবেক সভাপতি মীর মোস্তাফিজ, মুকুল তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডিএসইসি’র সাধারণ সম্পাদক এমা. শাহজাহান মিঞা।
প্রধান অতিথি বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ ডিএসইসি গৃহীত আবাসন প্রকল্প বাস্তবায়নে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন। এ জন্য তিনি যথাযথ প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট দফতরে জমির জন্য আবেদন করার অনুরোধ জানান। তিনি বলেন, সাব-এডিটররা সংবাদমাধ্যমের প্রাণ। তাদের যে কোন প্রয়োজনে সরকার পাশে থাকবে।

No comments:

Post a Comment