It is now

Friday, April 26, 2013

আমার ভালোবাসা






ভালোবাসি- শুভ্র, সুন্দর হৃদয়কে
ভালোবাসি- সাদা-মাটা, সহজ সরল জীবনকে

চাহিদা সীমিত,
তাই, না পাবার ব্যাথায়, পিড়ীত হই না।
আশা সুদূর প্রসারিত,
তবু আশা ভাঙলে মুষড়ে পড়িনা।
জীবনের বন্ধুরতাকেও - স্বাগতম জানাই বারবার।


ভালোবাসি-ভোরের শিশিরকে
ভালোবাসি-প্রভাতের সোনালী রবীকে,
রবীর দীপ্তি চোখে মেখে উল¬সিত হই।
নিজেকে সাজাবার নব স্বপ্ন দেখি।
ভালোবাসতে চাই, সবকিছু-
পবিত্রভাবে, সুন্দরভাবে, সত্যভাবে।

চাই এমন সে মন, যা
আকাশের মত বিশাল,
চাঁদের মত স্নিগ্ধ,
নক্ষত্রের মত উজ্জল।
চাই এমন সে ভালোবাসা, যা
পর্বতের মত অটল,
সৃষ্টিকর্তার মত সত্য,
কোরানের মত পবিত্র।

ঘাতে ঘাতে জর্জরিত হলেও
প্রতিঘাত করার বাসনা নেই।
ইচ্ছে নেই, ক্ষণিকের তরেও
কারো মনে দূঃখ দেবার।

সৃষ্টি নাই বা করতে পারলাম,
হয়তো সে যোগ্যতা বা সৌভাগ্য নেই।
তবে, ধ্বংস করবো কেন?
উপকার নাইবা করতে পারলাম,
অপকার করবো কেন?

আমি মিথ্যুককে ভয় পাইনা,
ভয় পাইনা হিংস্রকে,
শুধু ভয় তাদের চোখ দুটোকে,
হিংস্রের ঐ কুৎসিত, ভয়ঙ্কর চাহনিকে।

চোখ তো মিথ্যা বলতে পারেনা,
পারেনা কোন সত্য লুকাতে,
তাইতো তাকে ভালোবাসি,
যার চোখকে বিশ্বাস করতে পারি।

হাসিতে মনের প্রতিফলন ঘটে,
হৃদয়ের প্রতিচ্ছবি দেখা যায়।
তাই তাকে ভালোবাসি,
যার হাসি আমায়ও হাসায়।


 







ভালোবাসি-স্রষ্টাকে, ভালোবাসি-সৃষ্টিকে।
ভালোবাসি-জন্মকে, ভালোবাসি-মৃত্যুকে।

জন্ম মোর অনাড়ম্বর,
জীবন সহজ-সরল, খুবই সরল।
দুঃখ-বেদনা, কষ্ট আর ব্যর্থতা এড়িয়ে
আমার জীবনও নয়,
তবু জীবনের প্রতি কোন ক্ষোভ নেই।
ভালোবাসি-এই জীবনকেও।

ভালোবাসি-সুন্দরকে, সত্যকে, পবিত্রতাকে।
কারো মনের কুৎসিত দিকটার কথা,
নাই বা জানলাম।
কুৎসিত মন হাতড়িয়ে,
বিন্দুমাত্র সুন্দরও যদি পাওয়া যায়,
তাই না হয় গ্রহণ করে - ভালোবাসলাম।

আঁধারে ভয়ে মুখ লুকাবো কেন?
অন্ধকার হাতড়িয়ে যেটুকু
আলো পাওয়া যায়,
সেটুকুতেই না হয়-পথ চিনে নিলাম।

মনটা ধবংসাত্মক হবে কেন?
হবে, সৃষ্টির উল¬াসে উল¬সিত,
হৃদয়টা হবে কেন-প্রতিহিংসামূলক,
হবে ক্ষমার অপূর্ব নির্যাস।

অসুন্দরের কুৎসা গাইবো না,
শুধু প্রশংসা করে যাবো সুন্দরের।
আমার দুকথায় যদি, ক্ষণিকের তরেও
হাসি ফোটে কারো মুখে,
কষ্ট কি তবে সে দু’কথা শোনাতে।
অপ্রিয় সত্য যদি
কষ্ট দেয় কারো হৃদয়ে,
কী দরকার সে সত্য উম্মোচিত করার।

আমি ভালোবাসবো সকলকে,
হাসি ফোটাবো সকলের মুখে,
আর ভালোবাসতে শেখাবো সকলকে।

সমাজের হিংস্র চোখগুলো হয়তো
সুতীক্ষ্ম দৃষ্টি নিয়ে
আমায় তাড়া করবে সারাক্ষণ।
সহস্র অক্টোপাস হয়তো,
ঘিরে ধরবে আমায়।

চাওয়া পাওয়ার হিসেব হয়তো মিলবেনা,
মিলবেনা দেয়া-নেয়ার হিসাব।
পৃথিবীর কারো প্রতি তবু,
বিন্দুমাত্রও কোন ক্ষোভ নেই।

তবু আমার ভালোবাসা,
কভু ¤¬ান হবে না।
আজন্ম ধরে-
ভালোবেসেছি, ভালোবাসছি, ভালোবাসবো।
-------------------------


নাজনীন পায়েল/ ৯৬





No comments:

Post a Comment