It is now

Friday, April 5, 2013

পাচারকারীর খপ্পরে


শিশু বেলায় হারিয়ে যাই,
    আমার অনেক কষ্ট।
পাচারকারীর খপ্পরেতে,
    সুখের জীবন নষ্ট।


দারিদ্রতা, অভাব মাঝে,
    ছিলাম তবু বেশ।
মায়াহীন পৃথিবী-আজ,
    কষ্টের নেই শেষ।

বাবা মায়ের কোলের মাঝে,
    কাটতো বেলা সুখে।
চোখ-রাঙানী, ধমকে আজ
    নিত্য থাকি দূঃখে।

দেয়না খেতে পেটটি ভরে,
    কাজের মেলা চাপ।
একটুখানি ভুল হলেও,
    নেইযে কোন মাপ।
 

ইট-পাথরের দেয়াল মাঝে,
    কীটের মতো বাস।
ছারপোকা আার ইঁদুর সনে,
    থাকছি বারো মাস।

ঘুম আসে না, রাত কাটে না,
    অতীত পড়ে মনে।
মায়ের কথা ভেবে ভেবে,
    ডুকরে কাঁদি ক্ষণে।

------------------


নাজনীন পায়েল
১৫-০৩-২০১৩

-----------------
   










No comments:

Post a Comment