পতিতার জনপ্রিয়তায়,
দূঃখ পাবার কোন কারণই নেই।
কারণ- তারা পতিতা।
আশে-পাশের সব খদ্দেরদের
খুশি করবে-এটাই তাদের পেশা,
-এটাই তাদের নেশা,
পরকালে তাদের প্রাপ্তি শূন্য।
হিংসা করতে পারো,
আল্লাহর ধ্যানে থাকা কোন -
নর বা নারীকে দেখে।
তুমি কেন তাদের মতো হতে পারোনা।
কেন তুমি নিজেকে স¤পূর্ণ রুপে
সমর্পন করে দিতে পারোনা-
আল্লাহর কাছে।
সে দিনটি
খুব বেশী দূরে নয়,
নারী এবং পুরুষ- সমস্ত পতিতারাই,
মাটির সাথে মিশে যাবে।
ঝড়ো বাতাসে উড়তে থাকবে
-ধুলোর মতো।
কুকুর, শুকোর ও চিলেরা
তাদের নোংরা শরীরগুলোকে
ছিন্ন-ভিন্ন করে ফেলবে।
পূর্ণবান নারী ও পুরুষরা
তাদের কাছেও ঘেষবেনা।
-----------------------
নাজনীন পায়েল
২৮-০৪-১৩
রাত: ২:৩০
No comments:
Post a Comment