২. বেহেস্ত যাবো--
বেহেস্ত যাবো, বেহেস্ত যাবো,
মায়ের সেবা করবো।
মিথ্যা ভুলে, আজ হতেই
সত্য পথে চলবো।
বেহেস্ত মাঝে নেই কোলাহল,
বাগান ভরা ফুলে।
হাসবো সবে, খেলবো সবে,
হিংসা বিভেদ ভুলে।
যানজটহীন রাস্তা সেথা,
ফলে ভরা গাছ।
পঁচা-গলার চিহৃ ও নাই,
স্বচ্ছ জলে মাছ।
--------------
নাজনীন পায়েল
০৪-০৪-২০১৩
---------------
No comments:
Post a Comment