আমি জানিনা গদ্য, জানিনা পদ্য,
জানিনা কবিতা সাহিত্য,
শুধু যে জানি আমি
- হৃদয় দিয়ে হৃদয় ভালোবাসতে।
আমি ধন্য ভালোবেসে, ধন্য ভালোবেসে।
মাতা ও পিতার গভীর ভালোবাসার ফসল আমি,
এই পৃথিবীতে জন্মেই,
জানিনা কেঁদেছি না হেসেছি।
তবে, যাবার বেলা কাঁদবো আমি,
তোমাদের ভালোবেসে।
জানিনা এত ভালোবাসা কোথায় পেলাম,
অকাতরে বিলিয়ে দেবার।
আমি হাসি ভালোবেসে, কাঁদি ভালোবেসে।
আমার অস্তিত্ব চিন্তা চেতনা,
সবই জড়িয়ে ভালোবাসা।
ভালোবাসা ছাড়া পারিনা বাঁচিতে - এই পৃথিবীতে।
--------------------------
নাজনীন পায়েল/ ৯৬
No comments:
Post a Comment