It is now

Friday, April 5, 2013

১. বেহেস্ত যাবো-

কোটি কোটি সন্তানেরা,
    হেসে হেসে কয়।
মা’ মনিগো বেহেস্ত যাবো
    দোযখ ভালো নয়।


চারিদিকে আগুন শুধু,
    মুক্তি মেলা ভার।
শাস্তির কথা শুনলে যে মা,
    ঘুম আসে না আর।

বেহেস্ত মাঝে ঝরনা ঝরে,
    ছলাৎ ছলাৎ ছল।
পাতাল পুরীর সব দেখা যায়,
    স্বচ্ছ যেন জল।
 -------------


নাজনীন পায়েল
২২-০৩-২০১৩

----------------   
  

No comments:

Post a Comment