It is now 16:37 PM 4/7/2025

Friday, April 5, 2013

দেবদূত



স্বর্গ হতে দেবদূত
    আমায় এসে কয়।
কাঁদছো কেন বান্দা প্রিয়,
    তোমার কিসের ভয়।


অভাব কিসে, শুন্য কিসে,
    কি’বা তোমার চাই।
চট্ জলদি বলে ফেলো,
    আনতে আমি যাই।

বলছি হেসে, বলছি কেঁদে,
    চাই না কিছু আর।
যা পেয়েছি অনেক বেশী,
    নাই তুলনা তার।
-------------------


নাজনীন পায়েল
২৮-০৩-২০১৩
দূপুর : ১:০০টা

-------------------


No comments:

Post a Comment