It is now

Wednesday, April 3, 2013

৯. লুকোচুরী





 হলদে ফুলের লুকোচুরী,
    নীল ভোমরার সনে।
প্রজাপতি গান গেয়ে যায়,
    গোলাপ কলির কানে।

 সাদা ফুলের পবিত্রতায়,
    মুগ্ধ হয়ে পাখি,
সুরে সুরে ঘুরে ঘুরে
    হচ্ছে মাতাল নাকি?

চড়–ই পাখির কিচির-মিচির,
    সকাল-সন্ধা চলে,
লাজুক প্রিয়া মনে মনেই
    প্রেমের কথা বলে।
---------------------


নাজনীন পায়েল
০২-০৪-20১৩
সকাল: ৯:৩০


1 comment: