It is now

Saturday, April 20, 2013

প্রেম দেবতা হবো






 




’এই বলছি শোনো লোপা,
বেশতো বাঁধো খোপা।
এলিয়ে যাওয়া খোপায়,
বুঝি সাজিয়েছ-বুনো ফুলের সজ্জায়।
তোমায় তাইতো ভালোবাসি,
বারে বারে এত কাছে আসি।’


’শোনো মেয়ে বিপাশা,
দু’চোখ ভাসা ভাসা,
সরোবরের সবটুকু জল নিয়ে,
ও মায়াবী, কেমনে জাগাও তৃষা?
ভালোবাসার জোয়ার তুলে,
সব ভুলে যাই তোমায় পেলে।’

’মিষ্টি মেয়ে লিপি সোনা,
মাতাল করা পাগলা হাসি হেসোনা।
তুলি দিয়ে দু’ঠোঁট আঁকা,
গোলাপ রঙে রাঙা,
হৃদয় ভরা ভালোবাসা,
নেশায় নেশায় কাছে ঘেষা।’

’দুধে আলতা রুপে কঙ্কা,
পরানেতে বাজায় ঝঙ্কা।
তুল-তুলাতুল নরম গালে,
হাসির ঠেউ টোল ফেলে।
গভীর ভাবে ছুঁতে চাই,
কত ছুতায় কাছে যাই।’


’গভীর ভাবের গীতি,
তুমি ভীষন বুদ্ধিমতি,
এত জ্ঞান নিয়ে একা,
বোকার ভাবে লুকিয়ে থাকা।
ভয় পাও কি প্রেমের কবি,
তুমি আমার স্বপ্ন দেবী।’


’স্লিম ফিগারের পিয়া,
যেন মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া।
দুলে দুলে বাঁকে বাঁকে,
সুধার তৃষা প্রতি অঙ্গে।
তোমায় কেমনে ভুলে থাকি,
তুমিই আমার পরান পাখি।’

’স্বপ্ন ঘোরে দিবা-নিশি,
নারীদের গভীর ভালোবাসি।
বড্ড তেতো লাগে,
হলে কেবল বাসি।’

’জন্ম হতেই বিশ্ব প্রেমিক,
প্রেম করা যে নেশা।
প্রেম দেবতা হবো,
যুগের স্বপ্ন আশা।’
 

[ এক বিশ্ব প্রেমিক, নারী দেখলেই প্রেমে পড়ে যায়। কি আর করা !
নারী সুন্দর তাই ভালোবাসে, সেকি তার অপরাধ ?]
------------------------------------------


নাজনীন পায়েল/
০৯-০৬-১৯৯৭ 






No comments:

Post a Comment