মুখোশ পরে ঘুরছে মানুষ,
এদিক সেদিক সব।
ভান করছে কভূ সুখের
মনে দূঃখের শব।
টাঙ্কি মারে দুষ্ট ছেলে,
বিয়ের কথা ভুলে।
কাঁদে দূঃখে লাজুক মেয়ে,
বালিশ নিয়ে কোলে।
সময় যায়, সময় আসে,
থাকে শুধু স্মৃতি।
সময় কাটাতে কত জনে,
বাঁধে সুরের গীতি।
দূরের মানুষ কাছে আসে.
কাছের মানুষ দূরে।
আসা-যাওয়া চলতে থাকে,
এই পৃথিবীর পরে।
কথায় কারো খৈ ফোটে ঐ,
কথার শেষে জ্বালা।
সুখের দিনটি ভুলে এসে,
বলে-পালা পালা।
বদ ছেলেরা অতি দ্রুত
পতিতাদের চাখে।
ডাইল আর গাঁজা খেয়ে,
ঘোরে ঘোরে থাকে।
দিনের শেষে নষ্টা মেয়ে,
ঘড়ির কাঁটা গুনে।
সন্ধে হলে ছোটে তারা,
নরের খোঁজের পনে।
মুখোশ পরে ঘুরছে মানুষ,
এদিক সেদিক সব।
অন্ধকারে স্তব্ধ কেবল,
মিথ্যে হাসির রব।
------------------
নাজনীন পায়েল/
২৩-০৭-১৯৯৭
No comments:
Post a Comment