It is now

Wednesday, April 3, 2013

দূঃখ প্রাণ ভরে




না হারিলাম, না জিতিলাম,
    না পাইলাম তারে।
না হাসিলাম, না কাঁদিলাম
    তবু দূঃখ প্রাণ ভরে।

 স্বর্ণ-লতায় জড়িয়ে রয়,
    সবুজ অঙ্গটায়।
প্রজাপতি দুলছে ফুলে,
    ঝিলের জলের ছায়।

বেশী ভালো বাসি তারে,
    এইতো ভীষণ দোষ।
অল্প-স্বল্প বাসা ভালো,
    থাকবে নাকো রোষ।

চাওয়া-পাওয়ার মাঝে শুধু,
    বিরাট ব্যাবধান।
অশ্র“ ধারা ঝরছে গানে,
    শুদ্ধ মন-প্রাণ।
-----------------


নাজনীন পায়েল
০২-০৪-20১৩
সকাল: ৮:০০


No comments:

Post a Comment