It is now

Tuesday, April 2, 2013

মেম পুতুলি


গোলাপী রঙ মেম পুতুলি,
    নামটি যে তার মিথি।
চিকচিকে তার সোনালী চুল,
    মাথায় চিকন সিথি।


টুকটুকে লাল ঠোঁটে হাসি,
    চোখে কাজল আঁকা।
মায়া ভরা চেহারা তার,
    মুখে লজ্জা মাখা।

চাবি দিলে বাজনা বাজায়,
    চাবি দিলে হাসে।
চাবি দিলে দৌড়ে ছুটে,
    খুকুর পাশে পাশে।

চাবি দেয়া মেম পুতুলি
    খুকুর ভীষন প্রিয়।
ঝুম ঝুমা ঝুম নাচন দেখে,
    বেড়াল ডাকে মিঞ।

নাওয়া-খাওয়া ছাড়াই পুতুল,
    চলছে কেমন বেশ।
ঝগড়া-ঝাটি পারে নাকো,
    হিংসার নেই লেশ।

বকা খেয়ে চুপটি থাকে,
    মার খেয়েও হাসে।
সারা বিশ্বে এমন পুতুল
    কে’ না ভালোবাসে।

খুকু ভাবে সবাই যদি,
    মেম পুতুলি হতো।
নেচে-গেয়ে হেসে-খেলে
    জীবন চলে যেত।
--------------------


নাজনীন পায়েল
১২-০৮-২০০১

No comments:

Post a Comment