It is now

Friday, March 15, 2013

ধরা কি আজ অশান্ত!

ধরা কি আজ অশান্ত!


 হেথাও নেই, হোথাও নেই,
    হারিয়ে রই আমি।
দূর নীলিমায়, মেঘের স্রোতে,
    বৃষ্টি হয়ে নামি।


ফুলের গন্ধ হাওয়ার সাথে,
    মিশে একাকার।

ˉ^প্নগুলো উঁকি দিয়ে,
    ডাকছে বারংবার।

ঝম ঝমা ঝম বৃষ্টি আবার,
    কাঠ-ফাটা এক রৌদ্দুর।
কাঁদছে ক্ষণে, হাসছে ক্ষণে,
    উথাল পাথাল সমুদ্দর।

জোয়ার-ভাটার মাতাল নাচে,
    মাছ গুলো সব শান্ত।
ফাগুন মাঝে বৃষ্টি ঝরে,
    ধরা কি আজ অশান্ত!

নাজনীন পায়েল
১৫-০৩-১৩
রাত: ৩:৩০

No comments:

Post a Comment