It is now

Tuesday, December 17, 2013

The excellence of the poor and the Prophet’s livelihood



161. When one of you looks at someone who is superior to him in property and appearance, he should look at someone who is inferior to him.
(Bukhari, Muslim).
(Sayings of Muhammad (SW)

Tuesday, November 26, 2013

Hadith of MAJOR SINS AND SIGNS OF HYPOCRISY



6. The major sins are associating other objects of worship with Allah, disobedience to parents, murder, and deliberate perjury.

(Bukhari, Muslim).
(Sayings of Muhammad. by Prof. Ghazi Ahmad).

Hadith about FAITH (IMAN)



1. Islam is based on five things: the testimony that there is no god but Allah and that Muhammad (peace and blessings of Allah be upon him) is His servant and messenger, the observance of the prayer, the payment of Zakat, the pilgrimage, and the fast during Ramadan.

(Bukhari, Muslim).
(Sayings of Muhammad. by Prof. Ghazi Ahmad).

Saturday, October 19, 2013

Love and marriage in Islam



The Prophet, peace and blessings be upon him, says:
"Three qualities, if found in a person, will help him have perfect faith: Having Allah and His Messenger, peace and blessings be upon him, as the most beloved ones, loving a person only for the sake of Allah and hating getting back to Kufr (disbelief) the way one hates to be thrown into fire."
That means love is a fruit of piety. Love without piety is mischief.

Let us examine the difference between love, dating, romance & marriage. -----------------------------------------------------


ROMANCE
---------------------
Romance, if not checked, may mean wasting time, effort and dignity. Islam teaches us to be truthful and realistic. Besides, the concept of love in Islam is very unique, when a Muslim loves something or somebody, it must be for the sake of Allah; the same applies to hatred.
The romantic notions that occupy the mind of young people often have proven in most cases to be unrealistic and harmful to those involved. We only have to look at the alarming divorce rate in the West to understand this point.

Friday, October 18, 2013

কোরবানির মাংস খাওয়ার ২০টি টিপস!

১. প্রাপ্তবয়ষ্ক এবং সুস্থ ব্যক্তিরা প্রতিদিন ১০০ গ্রামের বেশি মাংস খাবেন না।

২. যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হৃৎপিণ্ডের রক্তনালীতে রিং বসানো হয়েছে, রক্তে ক্ষতিকারক কলেস্টেরলের মাত্রা বেশি, হাঁটলে বা জগিং করলে যাদের বুক ব্যথা হয় তারা অবশ্যই দৈনিক ৫০ গ্রামের বেশি মাংস খাবেন না।

Saturday, September 28, 2013

Winrock International’s Actions to Combat Trafficking-in-Persons (ACT) program




The convention, convened 23 to 25 September, was made possible with the support of USAID through the Winrock International’s Actions to Combat Trafficking-in-Persons (ACT) program and its partner NGOs -DAM, YPSA, SHISUK, SACHETAN.

Since 2008, the ACT program has been providing support to strengthen and expand services for survivors of trafficking for a more comprehensive and effective approach was made possible with the support of USAID through the Winrock International’s Actions to Combat Trafficking-in-Persons (ACT) program and its partner NGOs -DAM, YPSA, SHISUK, SACHETAN.

Wednesday, September 18, 2013

ডিএসইসি নতুন কমিটির অভিষেক ও মেধাবী সন্তানদের বৃত্তিপ্রদান


   


Nazneen Payel, Publication Secretary of Dhaka Sub-Editors Council takes crest and certificate from Information minister Hasanul Haque Inu at an award giving ceremony of DSEC at the auditorium of the National Press Club recently.
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সংগঠন সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান         অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়নে অনুষ্ঠিত হয়।    
      অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন আসাদুজ্জামান খান এমপি, কে কে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাহারুন জামান, আরবি গ্রুপের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির। 

Saturday, September 7, 2013

গল্প নয় সত্যি (আল কোরআন ও হাদীস হতে)

বইয়ের নাম-------
 

গল্প নয় সত্যি (আল কোরআন ও হাদীস হতে)

            /(নবী কাহিনী)

By----খন্দকার নাজনীন সুলতানা
        লেখক, সাংবাদিক
--------------------------------------------------------------------------
১.    প্রথম মানব হযরত আদম (আঃ)এর সৃষ্টি

  

  মহান আল্ল¬াহ তা’আলা এই পৃথিবীতে বহু সংখক নবী ও রসূল পাঠিয়েছেন। সমস্ত নবীদের মধ্যে হযরত আদম (আঃ) সর্ব প্রথম নবী। তিনি মানবজাতির আদি পিতা।
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, হযরত আদম (আঃ) এর মা বাবা কেউই ছিলেন না। তাঁকে আল্ল¬াহ তা’লা নিজ কুদরতের সাহায্যে মাটি দ্বারা সৃষ্টি করেছেন।

Tuesday, September 3, 2013

হযরত ইউসুফ (আঃ) ও জুলেখা

হযরত ইউসুফ (আঃ) এর পিতা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব (আঃ) এর স্ত্রীর পক্ষ হতে বার জন ছেলে ছিল। ইউসুফ (আঃ) ও তার ছোট ভাই বিনইয়ামীন ছিলেন একই মায়ের ওরসের। ছোটবেলাতেই হযরত ইউসুফ (আঃ), ইয়াকুব (আঃ) এর উপর নবুয়তের নূরের উজ্জ্বল আভা দেখতে পেয়েছিলেন। আবার ইউসুফ (আঃ) ও বিনইয়ামীনের মাতা তাদেরকে শিশু অবস্থায় রেখেই মারা যান। তাই ইয়াকুব (আঃ) এদের দুইভাইকে অন্যদের চেয়ে একটু বেশী আদর করতেন। তাই বড় ভাইয়েরা তাদের দুজনকেই হিংসা করতো।

হযরত আইউব (আঃ)কে কঠিন অসুখের দ্বারা আল্লাহর পরীক্ষা

হযরত আইউব (আঃ) ও হযরত ইউসুফ (আঃ) এর পরে এবং মুসা (আঃ) এর আবির্ভাবের পূর্বে হযরত আইউব (আঃ)এর এই পৃথিবীতে আগমন ঘটে। আইউব (আঃ) ছিলেন হযরত ইব্রাহীম (আঃ) এর বংশধর। হযরত ইসহাক (আঃ) এর এক পুত্র ছিল ঈসু তার অন্য নাম ছিল ‘আদুম’। আইউব (আঃ) তার বংশের একজন। তাই তাঁকে আদুমী বংশের লোক হিসাবে ধরা হয়।

Monday, August 19, 2013

সূক্ষ ভাবে প্রতারিত হচ্ছেন সাধারন ক্রেতারা . মিষ্টির দাম =কাগজের প্যাকেটের দাম



সন্মানিত পাঠকগন, একটু লক্ষ্য করুন, মিষ্টির দোকানে কাগজের যে প্যাকেটে করে মিষ্টি বিক্রি করে সেই প্যাকেটের দামও মিষ্টির দামের সমান। অর্থাৎ,
মিষ্টির দাম =কাগজের প্যাকেটের দাম।

Wednesday, August 7, 2013

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ইফতার মাহফিল অনুষ্ঠিত


ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) আয়োজনে ইফতার মাহফিল গত বুধবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

Sunday, July 21, 2013

’মানবাধিকার এবং শরনার্থী’ শীর্ষক দুটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ELCOP




Prof.Dr.Shah Alam, Chairman of LC Bangladesh conducting the training
এম্পাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপল (ELCOP) কর্তৃক ১৯ ও ২০ জুলাই ২০১৩ রোজ শুক্র ও শনিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (NAEM) এর একাডেমিক ভবনে UNHCR এর আর্থিক সহায়তায় বিভিন্ন পেশাজীবদের জন্য “মানবাধিকার এবং শরনার্থী” শীর্ষক দুই দিনে দুটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Wednesday, July 10, 2013

রোজা ও স্বল্প আহারেই দেহ-মন সুস্থ/ রোজা দেহ ও মনের সুস্থতার নিয়ামক


 









 হুযুরে পাক (সাঃ) বলেচেন, ‘অল্প হাস্য এবং অল্প আহার করে হৃদয়কে সজীব কর এবং ক্ষুধা দ্বারা তাকে পবিত্র কর। যে ব্যক্তি উদরকে ক্ষুধিত রাখে, তার চিন্তাশক্তি বৃদ্ধি হয় এবং হৃদয় প্রখর ও সতেজ হয়।’

Sunday, June 23, 2013

শবেবরাতে করনীয় ও বর্জনীয়/ শবেবরাত একটি মহিমাময় রজনী





শাবনের চৌদ্দ তারিখ দিবাগত এবং ১৫ই শাবানের পূর্বের রাতকে বলে লাইলাতুল বরাত বা শবে বরাত। অর্থাৎ নাজাতের রাত। ‘শব’ অর্থ রাত ‘বারাআতুন’ অর্থ নাজাত-নিস্কিৃতি। তাই এই রাতের নাম ‘লাইলাতুল বারাআত’ বা ‘শবে বারাআত’। সংক্ষেপে ‘শবে-বরাত।’

Friday, May 17, 2013

এলেবেলে-1, 2, 3, 4, 5




এলেবেলে-১
-------------
শীতের রাতে বইছে আজি
ঠান্ডা বাতাস কন্ কন্,
কাজী বাড়ির দামড়া ছেলে
কাজে বেজায় ঠন্ ঠন্।

Wednesday, May 15, 2013

ধানের ক্ষেতে লুকোচুরি


হেমন্তের ঐ পাকা ধানে
রং ধরেছে যেই,
কৃষক ভায়া আনন্দেতে
হারিয়েছে খেই।

টুপুর টুপুর টুপ




বৃষ্টি পড়ে খালের ওপর
টুপুর টুপুর টুপ,
ভিজে ভিজে মুরগিগুলো
একেবারে চুপ।

Monday, May 13, 2013

রক্ত ঝরে কান্না হয়ে




নদী-ভাঙ্গা গ্রামের বাড়ী,
    ডাকতো সবাই মিতা।
নাম পেয়েছে ম্যাডাম জুলি,
  মিতা এখন পতিতা।

Sunday, May 12, 2013

সেটাই ভালো তবে


কাঠুরানীর শখ হলো আজ
সুন্দরী সে হবে,
অবাক হয়ে দেখবে তারে
পাড়া পড়শি সবে।

নীলাচল





বনবাদারে চুরি করে
কাঠবেড়ালীর দল,
দোয়েল-শ্যামা গাছের পরে
হাসছে খল খল।

Saturday, May 11, 2013

চড়াইভাতি খেলা




কোটবাড়ির ঐ বনকুটিরে
বনভোজন খেলা,
বেড়াল মাসী, ময়না-টিয়ে
পশুপাখির মেলা।

কাঁদতে সবার মানা


সাদা কালো মেঘের পরে
জলপরীদের মেলা,
অসীম আকাশ জুড়ে আছে
মেঘ-বৃষ্টির খেলা।

Wednesday, May 8, 2013

নিঃশ্চুপ প্রস্থান


যখন ভীষণ দুঃখ-কষ্টে
    রক্ত-মাংস সব নীল।
স্বপ্ন ঘোরে ডুব মেরে,
    বাসা বাঁধি স্বপ্নীল।
 

Tuesday, May 7, 2013

’হাসনাহেনা ফুল’



আমার লক্ষি রাজা আছে
    ঘন কালো চুল।
হাসলে রূপার দাঁত মোবারক
    হাসনাহেনা ফুল।

’আমি এখন ছায়া’


আমি যে আর আমি নেই,
    এখন আমি ছায়া।
হাত বাড়িয়ে ছুঁতে গেলে,
    দেখবে সবই মায়া।

Tuesday, April 30, 2013

আবু গারীব কারাগার থেকে ফাতেমার চিঠি




অনুবাদ: খন্দকার নাজনীন সুলতানা
সূত্র: মাফকারাট আল-ইসলাম (বাগদাদের একটি আরবী নিউজ এজেন্সি)
 

আনুমানিক রাত ১২টা ২৫ মিনিট, ডিসেম্বর ২১, ২০০৪, শনিবার, মুজাহিদীন কর্মচারীরা দক্ষিণ বাগদাদের আবু গারীব কারাগারে অকস্মাৎ এক নজিরবিহীন হামলা চালায়। হামলাটি সংঘটিত হয়েছিল ফাতেমা নামের একজন মহিলা কয়েদির একটি চিঠির জন্য, যা মুসলিম যোদ্ধাদের মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল।

Monday, April 29, 2013

সে দিনটি খুব বেশী দূরে নয়




পতিতার জনপ্রিয়তায়,
দূঃখ পাবার কোন কারণই নেই।
কারণ- তারা পতিতা।
আশে-পাশের সব খদ্দেরদের
খুশি করবে-এটাই তাদের পেশা,
-এটাই তাদের নেশা,
পরকালে তাদের প্রাপ্তি শূন্য।

Friday, April 26, 2013

ভালোবাসা ছাড়া পারিনা বাঁচিতে - এই পৃথিবীতে



















আমি জানিনা গদ্য, জানিনা পদ্য, 
জানিনা কবিতা সাহিত্য,
শুধু যে জানি আমি
- হৃদয় দিয়ে হৃদয় ভালোবাসতে।

আমার ভালোবাসা






ভালোবাসি- শুভ্র, সুন্দর হৃদয়কে
ভালোবাসি- সাদা-মাটা, সহজ সরল জীবনকে

চাহিদা সীমিত,
তাই, না পাবার ব্যাথায়, পিড়ীত হই না।
আশা সুদূর প্রসারিত,
তবু আশা ভাঙলে মুষড়ে পড়িনা।
জীবনের বন্ধুরতাকেও - স্বাগতম জানাই বারবার।

Wednesday, April 24, 2013

শিশু ইসমাঈল (আঃ) ও যমযম কূপ



By: Khandaker Nazneen Sultana

ইসমাঈল (আঃ) এর পিতা হযরত ইব্রাহীম (আঃ) ও মাতা হাজেরা (রাঃ)। জন্মের কিছুদিন পর আল্লাহর আদেশে হযরত ইব্রাহীম (আঃ), বিবি হাজেরা (রাঃ) ও শিশু পুত্র ইসমাঈল (আঃ) কে মক্কা নগরীর বাক্কা নামক স্থানে রেখে এলেন। বিবি হাজেরা (রাঃ) শিশু ইসমাঈল (আঃ) কে নিয়ে একটি গাছের নীচে আশ্রয় গ্রহন করলেন। তখন সেই এলাকায় কোন মানুষ ছিল না। পানিরও কোন ব্যবস্থা ছিল না। তাঁদের সাথে ছিল একটি থলিতে কিছু খুরমা খেজুর আর একটি মোশকে কিছু পানি।

Sunday, April 21, 2013

সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকা




By Khandaker Nazneen Sultana

"নবী  করীম (সাঃ) বলেছেন,  তোমাদের সন্তানদেরকে জ্ঞানদান করো, কেননা তারা তোমাদের পরবর্তী যুগের জন্য সৃষ্ট।" আর সর্বাগ্রে মা’ই পারে এ দায়িত্ব পালন করে সন্তানকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে। কারণ, মা’ই সন্তানের সবচেয়ে কাছের। সন্তানের সাথে মায়ের নাড়ীর সম্পর্ক। মায়ের কোলে বসে ও মায়ের সান্নিধ্যে অতি অল্প সময়ে সন্তান যা শিখতে পারে মায়ের সান্নিধ্যের বাইরে তা আয়ত্ত্ব করা সন্তানের জন্য দীর্ঘদিনেও অনেকক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না।

ইসলাম ধর্মে সালামের তাৎপর্য / সালামও এক ইবাদত


লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা

'আস্সালামু আলাইকুম ওয়া রাহ্মাতুল্লাহে ওয়া বারাকাতুহু'। আপনার উপর আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক। আপনি সকল প্রকার দুঃখ-কষ্ট, বালা-মসিবত, বিপদাপদ হতে নিরাপদ ও শান্তিতে থাকুন।' কি অপূর্ব সুন্দরতম, হৃদয় প্রশান্তিকর এই দোয়া। প্রতিটি মুসলমান অপর মুসলমানের সাথে দেখা-সাক্ষাৎ বা আলাপচারিতার প্রারম্ভেই এরূপ সালাম দেয়ার নিয়ম।এটাই ইসলামের বিধান।

৩. সংসার সাজাতে স্বামী ও স্ত্রীর ভূমিকা- ইসলামের আলোকে

বইয়ের নামঃ ফী ত্বলাবুল জান্নাত (জান্নাতের খোঁজে)

লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা

বিয়ের মাধ্যমেই একটি ছেলে ও মেয়ের সাংসারিক বন্ধনের সূত্রপাত। বিয়ের ক্ষেত্রে ছেলেরা মেয়েদের হরেক রকম গুনের খোঁজ করে। ভাবে রুপে ক্লিওপেট্রা, গুনে লক্ষ্মী, বিদ্যার স্বরস্বতী- এমন কনে যদি পাই, তবেই বিয়ে করি। তাকি আর সম্ভব?

Saturday, April 20, 2013

মুখোশ





 






 মুখোশ পরে ঘুরছে মানুষ,
    এদিক সেদিক সব।
ভান করছে কভূ সুখের
    মনে দূঃখের শব।

প্রেম দেবতা হবো






 




’এই বলছি শোনো লোপা,
বেশতো বাঁধো খোপা।
এলিয়ে যাওয়া খোপায়,
বুঝি সাজিয়েছ-বুনো ফুলের সজ্জায়।
তোমায় তাইতো ভালোবাসি,
বারে বারে এত কাছে আসি।’

পুতুল কন্যা







শান্ত মেয়ে লবঙ্গ,
শরম ভরা অঙ্গ।
সাজেনাতো সঙ,
জানেনাতো ঠঙ।

Friday, April 19, 2013

বাঁচা




নজরুলের মত বলতে পারিনা
’হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান।’
কারন-দারিদ্রতায় আজ মোরা,
চোর, ডাকাত, খুনি,
হাইজ্যাকার, ভিক্ষুক অথবা পতিতা।

*** আমি এক সুলতানা ***


 


স্বপ্নে ঘেরা সোনার রাজ্য,
    আমি এক সুলতানা।
কাটছে সুখে দিবা-রাত্রি
    মিথ্যা সকল মানা।

Saturday, April 13, 2013

রক্ত ঝড়ে কান্না হয়ে




নদী-ভাঙ্গা গ্রামের বাড়ী,
    ডাকতো সবাই মিতা।
নাম পেয়েছি ম্যাডাম জুলি,
    আমি এখন পতিতা।

Wednesday, April 10, 2013

বইয়ের নামঃ ফী ত্বলাবুল জান্নাত (জান্নাতের খোঁজে)



লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা

১. রোজা ও স্বল্প আহারেই দেহ-মন সুস্থ/ রোজা দেহ ও মনের সুস্থতার নিয়ামক
          
হুযুরে পাক (সাঃ) বলেচেন, ‘অল্প হাস্য এবং অল্প আহার করে হৃদয়কে সজীব কর এবং ক্ষুধা দ্বারা তাকে পবিত্র কর। যে ব্যক্তি উদরকে ক্ষুধিত রাখে, তার চিন্তাশক্তি বৃদ্ধি হয় এবং হৃদয় প্রখর ও সতেজ হয়।’

Tuesday, April 9, 2013

দূঃখ প্রাণ ভরে



না হারিলাম, না জিতিলাম,
    না পাইলাম তারে।
না হাসিলাম, না কাঁদিলাম
    তবু দূঃখ প্রাণ ভরে।

Sunday, April 7, 2013

পর্দাই নারীর ভূষণ/লজ্জাই নারীর ভূষণ


লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা 
লজ্জাই নারীর ভূষণ।যে নারী যত বেশী পর্দায় থাকবে তার মর্যাদাও তত বেশী।উলঙ্গ নারী মূল্যহীন। ইদানিং উঠতি বয়সের মেয়েদের দিয়ে নাটক, সিনেমা বানানোর কৌশলে মেয়েদের করা হচ্ছে পর্দাহীন। ফ্যশন শো, মডেলিং, সুন্দরী প্রতিযোগিতা- এসবের আয়োজনের মাধ্যমে প্রায় উলঙ্গভাবে নারীকে প্রদর্শনী করে মূলত তাদের বানানো হচ্ছে পণ্য।

ইসলামে নেককার নারীর সম্মান ও মর্যাদা



লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা
নারী, তুমি সৃষ্ঠির শ্রেষ্ঠ, অবনীর নীর, যেন গোলাপে গঠিত ভিতর ও বাহির। কত যতœ করে অপূর্ব সুন্দর রুপে অনুপম গুনাবলীতে আল্লাহ নারীকে সৃিষ্ট করেছেন পুরুষের সঙ্গীরুপে। নেককার নারী পরিবার, দেশ-জাতি তর্থ সমগ্র বিশ্বের জন্যই অমূল্য সম্পদ ।

নারীর স্বার্থ সংরক্ষণে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) / ইসলামে নারীর অধিকার




লেখক ঃ খন্দকার নাজনীন সুলতানা
ইসলাম পূর্ব জাহেলী যুগে নারীদেরকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট জীবের ন্যায় মূল্যায়ন করা হতো। নারী যেন গৃহস্থালী আসবাবপত্র। অন্যান্য পন্যদ্রব্যের মতো নারীদেরও ক্রয় বিক্রয় করা হতো। বিয়ে-সাদীতে নারীর কোন মতামত গ্রহণ করা হতো না। আতœীয়-স্বজনের সম্পত্তিতে নারীদের কোন অধিকার ছিল না। ক্ষেত্র বিশেষে নারীরা স্বয়ংই মীরাসের মালের ন্যায় বন্টিত হতো।

Friday, April 5, 2013

পাচারকারীর খপ্পরে


শিশু বেলায় হারিয়ে যাই,
    আমার অনেক কষ্ট।
পাচারকারীর খপ্পরেতে,
    সুখের জীবন নষ্ট।

দেবদূত



স্বর্গ হতে দেবদূত
    আমায় এসে কয়।
কাঁদছো কেন বান্দা প্রিয়,
    তোমার কিসের ভয়।

২. বেহেস্ত যাবো--



 
 বেহেস্ত যাবো, বেহেস্ত যাবো,
    মায়ের সেবা করবো।
মিথ্যা ভুলে, আজ হতেই
    সত্য পথে চলবো।